বিসিএস পরীক্ষা নিয়ে পিএসসিকে এনসিপির ১৫ প্রস্তাবনা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দেশের মামলা মোকদ্দমার প্রায় ৮০ ভাগই ভূমি সংক্রান্ত জানিয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা বিষয়ে কল সেন্টারের একটি লাইন ডেডিকেটেড করা হচ্ছে।
রোববার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এএসএম সালেহ আহমেদ বলেন, বালুমহাল বিষয়ে আলাদা ইউনিট করায় এখন এ সংক্রান্ত সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। দেশের মামলা মোকদ্দমার প্রায় ৮০ ভাগই ভূমি সংক্রান্ত। তাই ভূমিসেবা বিষয়ে কল সেন্টারের একটি লাইন ডেডিকেটেড করা হচ্ছে।
সিনিয়র সচিব বলেন, ভূমিসেবা শতভাগ অনলাইন করা হয়েছে। তবে, নাগরিকরা অনলাইন সেবার সুবিধা কাজে লাগাতে পারছেন কিনা, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ড্রোনের মাধ্যমে এখন অল্প সময়ে ভূমি জরিপ করা হবে। জরিপের কাজ ডিজিটাইজেশন করা হচ্ছে।
আমার বার্তা/এল/এমই
