
এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের সীমাহীন দূর্নীতি এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যোগসাজশে ১ম -১২তম নিবন্ধন সনদ ধারীদের সাথে চরম নির্লজ্জ বৈষম্য করা হয়েছে।
এই বিষয়গুলি নিয়ে নানান কর্মসূচি পালন করেছেন নিবন্ধনধারীরা। বিভিন্ন সময়ে সচিবদের সাথে ৫ বারের মতো আলোচনাও করেছেন। যার প্রমান,১২ই আগষ্ট, ৪ ঠা সেপ্টেম্বর ,১৭ অক্টোবর, ২৩ ডিসেম্বর ২০২৪ এবং ১১ফেব্রুয়ারী ২০২৫।
আন্দোলনের ফলে সচিব পর্যায় থেকে নিয়োগ দানের জন্য মৌখিক ভাবে আশ্বস্ত প্রদান করেন। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার এ পি এস সাব্বির আহমেদ, যুগ্ম সচিব জনাব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী এবং হেলাল উদ্দিন সরকার এছাড়া এনটিআরসিএর অসংখ্য চেয়ারম্যান এবং সচিব পর্যায়ের বিভিন্ন আলোচনায় ১-১২ তমদের ব্যাপারে মৌখিক ভাবে স্বীকার করেছেন যে, ১-১২ তম শিক্ষকদের প্রতি অবিচার করা হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি।
এর প্রেক্ষিতে ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ ৯ তারিখ থেকে দিন-রাতভর শাহবাগে অবস্থান করেন। এবং বর্তমানে এনটিআরসিএ অফিসের সামনে দিন রাত এক করে কর্মসূচি পালন করছেন। এমনকি তিন চার বছরের শিশু থেকে শুরু করে দুই মাসের শিশু সন্তানসহ অসহায় নারীও রয়েছেন রাজপথে। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নীচে। এরকম সারাদেশ থেকে আগত হাজার হাজার নিবন্ধনধারী না খেয়ে মানবেতর দিন-রাত কাটাচ্ছেন খোলা আকাশের নীচে।
বর্তমানে বৈষম্য বিরোধী বাংলাদেশে শিক্ষকদের প্রতি এরূপ বৈষম্য কাম্য নয়। এ কারণে, অবিলম্বে মন্ত্রণালয় থেকে যে সকল চিঠিপত্র সুপারিশ করেছেন।সে সকল চিঠিপত্রের বিধিমালা সংশোধন, সংযোজন, বিয়োজনের মাধ্যমে অবিলম্বে অতিদ্রুত সকল বৈষম্য দূরীকরণ করে ১-১২ তমদের নিয়োগের ব্যাবস্থা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছেন নিবন্ধিত শিক্ষকগণ।
আমার বার্তা/এল/এমই

