মালাইকার সঙ্গে বিচ্ছেদে সিলমোহর দিলেন অর্জুন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৪:০৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

গুঞ্জনটা ছিল গত কয়েক মাস ধরেই, একসঙ্গে নেই বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা আরোরা। দু’জনের দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন। যদিও কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে এবার বিচ্ছেদ গুঞ্জনে যেন আনুষ্ঠানিক সিলমোহর টানলেন অর্জুন। সম্প্রতি মুম্বইয়ের এক দীপাবলির অনুষ্ঠানে হাজির হন অভিনেতা। সেখানে দর্শক তাকে দেখেই মালাইকার কথা জানতে চান। জবাবে অভিনেতা হেসে বলেন, ‘এখন আমি সিঙ্গেল’।

পেছন থেকে একজনকে উদ্দেশ্য করে অর্জুন বলতে থাকেন, ‘এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হলো- বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।’

এদিকে পিঙ্কভিলা একটি প্রতিবেদনে জানিয়েছে, মালাইকা এবং অর্জুনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক ছিল। তারা বিচ্ছেদের পথে হাটলেও নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে নীরবতা বজয়া রাখবেন। নিজেদের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা বা কাঁটাছেড়া করবেন না।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে যান বলিউডের ‘ছাইয়া ছাইয়া গার্ল’। ১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়। চার বছর পর দু’জনের ছেলে আরহানের জন্ম হয়।

২০১৬ সালে হঠাৎই ভক্তদের অবাক করে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয় তাদের। এরপরই নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা।

প্রথমে সম্পর্ক নিয়ে বেশ লুকোছাপা ছিল অর্জুন-মালাইকার। কিন্তু এরপর খুল্লমখুল্লা প্রেম। সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করতে থাকেন দুই তারকা।

শোনা যায়, মালাইকার পাশে থাকার জন্য বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। দুজন হেঁটেছেন ভিন্ন ভিন্ন পথে।

এর মধ্যেই আবার মালাইকার জীবনে নেমে আসে বিপর্যয়। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ৬ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েই আত্মঘাতী হন অভিনেত্রীর বাবা। খবর পেয়েই ছুটে যান অর্জুন কাপুর। মালাইকার প্রাক্তন স্বামী আরবাজও গিয়েছিলেন বান্দ্রায়।



আমার বার্তা/জেএইচ