ম্রুণালের ছবি নিয়ে কারসাজি, যুবককে একহাত নিলেন অভিনেত্রী
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১০:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
সোশাল মিডিয়ার যুগে প্রযুক্তির অপব্যবহার নিয়ে চিন্তার শেষ নেই। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে। কখনও ডিপফেক ভিডিওর ফাঁদ, আবার কখনও ছবি নিয়ে কারসাজির অভিযোগ। এবার এই বিষয় নিয়ে সোচ্চার হলেন ম্রুণাল ঠাকুর।
সোশাল মিডিয়াতেই এক যুবককে একহাত নিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, এক যুবক ফটোশপে নিজের সঙ্গে ম্রুণালের ছবি জুড়ে দেন। যেন অন্তরঙ্গভাবে দু’জনে দীপাবলি উদযাপন করছেন।
এই ছবি দেখেই চটে যান ম্রুণাল। পোস্টের কমেন্টবক্সে অভিনেত্রী লেখেন, ‘ভাই নিজেকে কেন এভাবে সান্ত্বনা দিচ্ছ? আপনার মনে হচ্ছে যেটা করছেন সেটা দারুণ ব্যাপার তাই না? তা কিন্তু একেবারেই না।’
এর আগে রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অভিনেত্রীর নিজে এই বিষয়টি নিয়ে তুমুল বিরক্তি প্রকাশ করেছিলেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
গত বছর জি-২০ ভারচুয়াল সামিটে তিনি বলেছিলেন, ‘সাধারণ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই এআই প্রযুক্তিকে উন্নত করা উচিত। এই প্রযুক্তি সকলের কাছে পৌঁছানো উচিত। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই প্রযুক্তি যেন সমাজের জন্য নিরাপদ হয়। বর্তমান দিনে ডিপফেক একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
প্রসঙ্গত, ছোটপর্দা দিয়েই নিজের অভিনয় সফর শুরু করেছিলেন ম্রুণাল। বর্তমানে বলিউড থেকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবাধ বিচরণ। চলতি বছরে অভিনেত্রীকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দেখা যায় তেলুগু সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’-এ। প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ক্যামিও চরিত্রে।
আমার বার্তা/জেএইচ