শারমিন আঁখির বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অর্জন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৬:২৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
গ্লোবাল ব্র্যান্ড প্রদত্ত বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করেছেন জনপ্রিয় সংবাদ উপস্থাপক শারমিন আঁখি। শ্রেষ্ঠ সংবাদ উপস্থাপকের স্বীকৃতি স্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
শনিবার রাজধানীর হোটেল লেকশোরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আয়োজনের প্রধান অতিথি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। এই আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চলচ্চিত্র অভিনেত্রী রুনা খান, মৌসুমি হামিদ, আনিকা কবির শখ, পরিচালক রায়হান রাফি, ডান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়ক নিরব, চিত্রনায়িকা পূজা চেরি, অভিনেত্রী লামিয়া, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনা প্রমুখকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, শারমিন আঁখি বর্তমানে বাংলাদেশ বেতারে ইংরেজিতে সংবাদ উপস্থাপনা করছেন। এর পূর্বে তিনি দেশের একাধিক স্বনামধন্য টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে রেড কার্পেটে হেঁটে ফ্যাশন করেছেন দেশের জনপ্রিয় মডেল বৃন্দ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল অভিনেত্রী শখ এবং মৌসুমি হামিদের নৃত্য শিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশনা। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটর বারিশা হক।
আমার বার্তা/এমই