এই ছবি পপকর্ন খেতে খেতে দেখা যাবে না: জয়া আহসান

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:২৩ | অনলাইন সংস্করণ

  বিনোদন ডেস্ক:

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ দেখার পরে এক প্রেসমিটে অভিনেত্রী জয়া আহসান বলেন, আমি ওর (মেহজাবীনের) পথচলাটা প্রথমে থেকে খেয়াল করছি। অনেকে বলেছে ওর আরও আগে কাজ করা উচিত ছিল। তবে ও এমন একটা পরিপক্ব সময়ে এসে অভিনয় করেছে, যে একটা ভালো ছবি উপহার দিয়েছে।

এরপর বলেন, ‘আমি মেহজাবীনের অভিনয়ের ভক্ত, ওর অভিনয় সব সময় দেখি। আমার খুব কম দেখা হয় কিন্তু তারপর আমি যা দেখি ওর অভিনয় গুলো দেখি।’

সিনেমা প্রসঙ্গে জয়া আহসানের ভাষ্য, ও যখন কাঁদে সিঁদুর মুছে দেয় শাখা ফেলে দেয় আমার একবারও মনে হয়নি যে মেহজাবীন তো মুসলিম ঘরের মেয়ে সে সনাতনী সম্প্রদায়কে দেখে বড় হয়নি তার এ অভিজ্ঞতা নেয়। একজন শিল্পীর বড় জায়গা এটায় অভিনয়ে মাধ্যমে সবকিছু ফুটিয়ে তুলতে পেরেছে।

তার কথায়, পরিচালকদের অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য। সবাই অসাধারণ অভিনয় করেছেন। আমি দর্শক হিসেবে সিটে বসে থেকে দেখেছি, এরপর কী হবে কী হবে ভেবেছি। এর মাঝে একজন এসে বলে পপকর্ন এনে দেবো। আমি বলি, এই ছবি পপকর্ন খেতে খেতে দেখা যাবে না।

শেষে জয়া আহসান বলেন, মেহজাবীনকে আরও অর্থবহ ছবিতে দেখতে চাই। ও পরিপক্ব অভিনেত্রী হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও বুঝতে পারিনি। তবে সব সময় খেয়াল করতাম, অসাধারণ অভিনয় করেছে।

প্রসঙ্গত, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ যৌথ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।  


আমার বার্তা/এমই