জমকালো আয়োজনে একতা সাংস্কৃতিক সংগঠনের জেনজি স্টার অ্যাওয়ার্ড প্রদান

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭ | অনলাইন সংস্করণ

  তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :

জমকালো আয়োজনের মধ্য দিয়েই পালিত হলো একতা সাংস্কৃতিক সংগঠন প্রদত্ত জেনজি স্টার অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ জলপাই চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এই আয়োজন উদযাপিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ জেনজি স্টার অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। এ সময় কিংবদন্তি চিত্রনায়িকা নূতনকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

এছাড়াও বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার পান:

চিত্রনায়িকা: রুমানা আক্তার মুক্তি

উদ্যোক্তা: বিগ স্টারের কর্ণধার পারভিন আক্তার বিনা

ব্যবসা-বাণিজ্য: ফারহানা হক

নারী উদ্যোক্তা: মিতু আক্তার

চলচ্চিত্রে অবদান: কেয়া চৌধুরী ও শিউলি শিলা

অভিনয়ে: রেবেকা সুলতানা ও নিরব ভূঁইয়া

সংস্কৃতিতে: মো. হেলাল উদ্দিন হেলাল

সাহিত্যে: কবি শিহাব রিফাত আলম ও ফারুক প্রধান

পরিবেশ: ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন

আবৃত্তি: সবুজ রায়

সঙ্গীত: রায়হান সুলতানা নিহা ও চায়না রাণী

নৃত্য: লতা নাহার ও কারিমা ইসলাম দরদী

মডেলিং: নাহার কণা

অ্যাওয়ার্ড প্রদানের পর গুণীজনদের সম্মানে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর জমকালো কালচারাল নাইটে শিল্পীদের পরিবেশনা পুরো অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলে।

অনুষ্ঠান শেষে অতিথি ও দর্শকদের জন্য ডিনারের ব্যবস্থা করা হয়।

বিশেষ অতিথিরা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা নূতন। সভাপতিত্ব করেন সিটি নিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো. রেদওয়ান খান বোরহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

চিত্রনায়িকা কেয়া চৌধুরী

চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি

বিশিষ্ট শিল্পপতি ফারহানা হক

আব্দুর রাজ্জাক রাজু (শের ই বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি)

আবু ছায়েদ সৈকত (এমভিশন গ্রুপের চেয়ারম্যান)


উপস্থাপনা ও তত্ত্বাবধান

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. মাসুদুর রহমান মিলকী। আলোচনা পর্ব সঞ্চালনা করেন রাজিবুল ইসলাম রনি এবং সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন অভিনেত্রী কাজল পপি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একতা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন।


আমার বার্তা/জেএইচ