অনুষ্ঠিত হলো মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪ এর গ্র্যান্ড ফিনালে
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৫ | অনলাইন সংস্করণ
সালাম মাহমুদ:
অনুষ্ঠিত হলো রিয়েলিটি শো মুমতাজ মেহেদি ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪’ এর গ্র্যান্ড ফিনালে। এবারে ছিল প্রতিযোগিতার চতুর্থ আসর।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনয়াক জয় চৌধুরী, মডেল ও কোরিওগ্রাফার মারিয়া কিসপোট্রা, নাট্য নির্মাতা নাজনীন খান, মিডিয়া ব্যক্তিত্ব ও এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম মাহমুদ হাসান, মডেল নুসরাত এবং নাট্যকার রাজীব মনি দাস।
দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে ধরতে এই আয়োজন করে স্টার মাল্টিমিডিয়া। এই রিয়েলিটি শো’র মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিতদের চিত্রনাট্য তৈরি, অভিনয়, আবৃত্তি, নাচ-গান, র্যাম্প শো, বিভিন্ন বিষয়ে প্রত্যেককে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাতে করে প্রতিযোগিতায় বিজয়ীরা যাতে ভালো কিছু করতে পারে।
অনুষ্ঠানে ছিল ফ্ল্যাই ডান্স কিংডম এর শিল্পীদের পরিবেশনায় নাচ এবং মিথেন ইসলামের কোরিওগ্রাফিতে ফ্যাশন শো। বিচারকদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে দুটি বিভাগে নির্বাচিত হয় সেরা ছয় প্রতিযোগী। মেয়েদের মধ্যে বিজয়ী হয়েছেন প্রিয়াংকা বাড়ৈ। প্রথম রানার আপ হয়েছেন মুসকান চৌধুরী এবং ২য় রানারআপ হয়েছেন তাজরুবা নওশীন।
ছেলেদের মধ্যে বিজয়ী হয়েছেন রাইয়ান মুকিত আলভি। প্রথম রানার আপ হয়েছেন আদনান করিম এবং ২য় রানারআপ হয়েছেন আরিয়ান সোহাগ।
আমার বার্তা/এমই