এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন: পরীমণি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

টাঙ্গাইলের কালিহাতিতে অথেনটিক প্রোডাক্ট হারল্যানের স্টোর উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরীমণির যাওয়ার কথা ছিল। এ খবরে তার ভক্ত-অনুরাগীরা অপেক্ষার প্রহর গুনছিলেন। কিন্তু তার আগমন ঘিরে বিপরীতমুখী অবস্থান নেন স্থানীয়রা।

একপর্যায়ে পরীমণির এ সফরকে ঠেকাতে প্রস্তুতি নেন স্থানীয় মহল। স্থানীয়দের চাপের মুখে পড়ে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ হারল্যান স্টোরটির এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন।

এমন ঘটনা স্বভাবতই পরীর ভালো লাগেনি। আর তিনি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। এবারও এর প্রতিবাদ করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, ‘এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে? অনিরাপদ বোধ করছি! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা! মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কী বলার আছে আর। এ দেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে। তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা ? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’

উল্লেখ্য, শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটির উদ্বোধনের কথা ছিল।

আমার বার্তা/জেএইচ