আরও দুই দেশে মুক্তির ঘোষণা শাকিবের ‘বরবাদ’
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৫:১৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শাকিব খান অভিনীত ঈদুল ফিতরের দুইটি ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’ সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। তিন সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ‘বরবাদ’ মুক্তি পেতে চলেছে বিদেশের মাটিতে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমী।
তিনি বলেছেন, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ মুক্তি পাবে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এই পরিবেশনার দায়িত্ব নিয়েছে।
এসকে ফিল্মস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মসের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। ‘বরবাদ’ সিনেমা মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা শুরু করবে।
পরবর্তীতে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে ‘বরবাদ’। এরই মধ্যে এ কাজের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এসকে ফিল্মস।
আমার বার্তা/এল/এমই