নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে ‘তাড়ুয়া’

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বর্তমান সময়ে বেশ আলোচিত নাট্যদল ‘তাড়ুয়া’। ২০১৮ সালে তারা যাত্রা করে ‘লেট মি আউট’ নাটক দিয়ে। তারপর এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। এবার আরও একটি নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে এই নাট্যদল।

নতুন নাটকের নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন। নির্দেশনায় আছেন বাকার বকুল।

আসছে ২৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে টানা ৩ দিনে ৪টি প্রদর্শনী হবে নাটকটির।

আমার বার্তা/এল/এমই