দুই বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আইসিইউতে
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১২:৩৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দুই বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে আইসিইউতে রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাতে নিশ্চিত হওয়া গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার সময় আচমকা শ্বাসকষ্ট শুরু হয় তার। সঙ্গে প্রচণ্ড ঘাম আসে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নিয়ে যান।
তবে চিকিৎসকরা জানান, বিপদ আপাতত কেটে গেছে। এই মুহূর্তে সৃজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল।
আরও জানা গেছে, শনিবার সকালে তার বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ঠিক কী হয়েছে পরিচালকের, তা এখনও স্পষ্ট নয়। ওই রিপোর্টগুলি হাতে পাওয়ার পরই সম্ভবত নিশ্চিত হতে পারবেন চিকিৎসকরা।
কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবেন সৃজিত সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি। চিকিৎসকরাও এ নিয়ে কিছু বলছেন না।
সদ্যই লিমকা বুক অফ রেকর্ডসের তালিকায় স্থান দখল করেছে সৃজিতের ‘অতি উত্তম’। ইনস্টাগ্রামে গর্বের কথা শেয়ার করেছেন তিনি। সম্মান স্মারকের ছবি নিজে পোস্টও করেন পরিচালক।
আমার বার্তা/এল/এমই