‘কেশরী চ্যাপ্টার টু’ আর সানির ‘জাট’ সিনেমার আয়ের হিসাব বক্স অফিসে

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১৬:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বলিউড সিনেমা ‘কেশরী চ্যাপ্টার টু’। গত ১৮ এপ্রিল এই ছবিটি মুক্তির সঙ্গেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে; ঝড় তুলছে বক্স অফিসে। রিপোর্ট বলছে, অক্ষয় কুমারের এই ছবি বেশ ব্যবসাসফল হতে যাচ্ছে। কিন্তু বিপরীত চিত্র দেখা গেছে সানি দেওল অভিনীত সিনেমা ‘জাট’-এর ক্ষেত্রে।

মুক্তির ষষ্ঠ দিনে অর্থাৎ বুধবার ‘কেশরী চ্যাপ্টার টু’ সংগ্রহ করেছে ৩ কোটি ২০ লাখ রুপি। যদিও আগের দিনের তুলনায় আয় কিছুটা কমেছে, তবুও ছবিটির মোট কালেকশন পৌঁছেছে ৪২ কোটি ২০ লাখে।  

শুক্রবার মুক্তির দিন ছবিটির আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ। শনিবার ও রোববার ছবিটি যথাক্রমে আয় করে ৯ কোটি ৭৫ লাখ ও ১২ কোটি।

অন্যদিকে, দ্বিতীয় বুধবারে একপ্রকার মুখ থুবড়ে পড়েছে ‘জাট’-এর আয়। সেদিন সানি দেওলের এই অ্যাকশন ড্রামাটি আয় করেছে মাত্র ১ কোটি ৯ লাখ রুপি। সব মিলিয়ে ভারতের বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ৭৯ কোটি ২২ লাখ রুপি।  

 


আমার বার্তা/এল/এমই