কান উৎসবে স্বর্ণপাম জিতলেন নিষিদ্ধ সেই পরিচালক জাফর পানাহি

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১০:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দীর্ঘ ২২ বছর ধরে গোপনে সিনেমা নির্মাণ করে আন্তর্জাতিক উৎসবে পাঠিয়ে আলোচনায় ছিলেন ইরানি পরিচালক জাফর পানাহি। অবশেষে নিজেই হাজির হলেন বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে, আর প্রত্যাবর্তনেই জয় করলেন উৎসবের সর্বোচ্চ সম্মান ‘স্বর্ণপাম’। দীর্ঘ সময় পর তার এই প্রত্যাবর্তন হয়ে রইল স্মরণীয় ও ঐতিহাসিক।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৪ মে) বাংলাদেশ সময় রাত ১১টার পর ঘোষিত হয় ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম। এরপরই জানা যায়, বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কারটি উঠেছে পানাহির হাতে।

দীর্ঘদিন ধরে ইরানে সরকারবিরোধী চলচ্চিত্র বানিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা পেলেও নিজ দেশে তিনি নিষেধাজ্ঞার শিকার হন। একাধিকবার জেল ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি হন এই সাহসী নির্মাতা। এত কিছুর পরও কান উৎসবে তার প্রত্যাবর্তন যেন এক নীরব প্রতিবাদ ও সৃজনশীলতার জয়।

পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠে পানাহি বলেন,“আমি বিশ্বাস করি, এখনই সময়—সব মানুষকে, সব ইরানিকে, যেখানেই থাকুন না কেন, ইরানে কিংবা প্রবাসে একটি অনুরোধ করার। আসুন, সব মতবিরোধ, সব সমস্যা এক পাশে রেখে আমরা এক হই। এখন সবচেয়ে জরুরি হলো আমাদের দেশ আর আমাদের দেশের স্বাধীনতা।”

এবারের উৎসবের প্রধান জুরি ছিলেন ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ। ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ১৩ মে।

৭৮তম কান চলচ্চিত্র উৎসব ২০২৫: গুরুত্বপূর্ণ পুরস্কার বিজয়ীরা:
স্বর্ণপাম
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’, জাফর পানাহি

 

গ্রাঁ পি
‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ইয়েকিম ত্রিয়ার

 

সেরা পরিচালক
ক্লেবার মেনডোরসে ফিল (দ্য সিক্রেট এজেন্ট)

 

সেরা অভিনেত্রী
নাদিয়া মেল্লিতি (লিটল সিস্টার)

 

সেরা অভিনেতা
ওয়ানার মাউরা (দ্য সিক্রেট এজেন্ট)

 

ক্যামেরা দ’অর
‘দ্য প্রেসিডেন্টস কেক’, হাসান হাদি

 

স্বর্ণপাম (স্বল্পদৈর্ঘ্য বিভাগ)
‘আই’য়্যাম গ্লাড ইউ আর ডেড নাউ’, তৌফিক বারহম

 

আঁ সার্তে রিগা
‘দ্য মিস্ট্রিরিয়াস গেজ অব দ্য ফ্লেমিঙ্গো’


আমার বার্তা/এল/এমই