বাংলাদেশে পা রেখেই ভালোবাসা জানালেন হানিয়া আমির
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। ঢাকায় পা রেখেই তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আমি তোমাকে ভালোবাসি'।
তার এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ধরে নিচ্ছেন, এই ভালোবাসার বার্তাটি বাংলাদেশ এবং তার ভক্তদের উদ্দেশেই।
বাংলাদেশে হানিয়া আমিরের নাটক ও সিনেমা আগেই জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তার অভিনীত ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’-এর মতো আলোচিত নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
এবার তার সরাসরি উপস্থিতি যেন ভক্তদের জন্য বাড়তি এক আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে কিছু ভক্ত উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
একটি বহুজাতিক কোম্পানির আমন্ত্রণে হানিয়া আমিন ঢাকায় এসেছেন। ঢাকায় অবস্থানকালে অংশ নেবেন একাধিক অনুষ্ঠানে।
আমার বার্তা/এমই