ই-পেপার বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় হাজিরা দিতে এসে খুন হন মামুন

আমার বার্তা অনলাইন:
১২ নভেম্বর ২০২৫, ১৪:৩০
আপডেট  : ১২ নভেম্বর ২০২৫, ১৪:৪৫

হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে পুরান ঢাকায় দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হয় একসময়ের শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। তিনি ২৮ বছর আগে জাহিদ আমিন ওরফে হিমেল হত্যা মামলায় হাজিরা দিতে এসেছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২৫ বছরের যুবক জাহিদ আমিন ওরফে হিমেলকে ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং এলাকায় গুলি করে হত্যা করা হয়। সেদিন হিমেলের বন্ধু সাইদও আহত হন। এ ঘটনায় হিমেলের মা জাফরুন নাহার সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ১৭ সেপ্টেম্বর তারিক সাইফ মামুনসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অপর আসামিরা হলেন—ওসমান, মাসুদ ওরফে নাজমুল হোসেন, রতন, ইমন ও হেলাল।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মমিনুন নেসারের আদালতে এদিন মামলাটি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আদালতে হাজিরা দেন তারিক সাইফ মামুন। তবে কোনও সাক্ষী আদালতে হাজির হননি। এ জন্য আদালত আগামী বছরের ৪ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

পরে আদালত থেকে বের হয়ে মামুন যান ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১০টা ৫১ মিনিটের দিকে হাসপাতাল থেকে তিনি বের হচ্ছিলেন। প্রধান ফটক পার হয়ে একটু সামনে রাস্তায় গিয়ে দৌড় দিয়ে আবার হাসপাতালে ঢুকে পড়েন। তখন হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনকে ছোটাছুটি করতে দেখা যায়।

হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা মো. তারেক জানান, দুই জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি গিয়ে লাগে হাসপাতালের জানালার গ্লাসে। পরে তারা আরও পাঁচ রাউন্ড গুলি করে। তিনটি গুলি মামুনের শরীরে লাগে। তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। তবে অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। শুনেছি তিনি মারা গেছেন।

নিরাপত্তাকর্মী তারেক আরও জানান, শুনেছি যে লোক গুলিবিদ্ধ হয়েছেন, তার কাছে একজন ভিক্ষুক খাবারের জন্য টাকা ভিক্ষা চেয়েছিলেন। সেই টাকা দিতে নাকি তিনি হাসপাতালে এসেছিলেন। আবার কেউ কেউ বলেছেন তিনি গাড়ি পার্কিং করতে এসেছিলেন।

যোগাযোগ করা হলে মামুনের আইনজীবী মেহেদী হাসান জানান, তিনি আদালতে হাজিরা দিয়েছেন। মামলাটি ১৯৯৭ সালের। সাক্ষীরা আসে না। আদালতকে মামলাটি শেষ করার জন্য বলি। পরে আবার সাক্ষীর জন্য তারিখ ধার্য করা হয়।

মামুন কেন হাসপাতালে গিয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, এটা তো বলতে পারবো না। আমার অন্য মামলা থাকায় আমি চলে গিয়েছিলাম। তিনিও আদালত থেকে বের হয়ে যান।

ঘটনার পর তারিক সাইফ মামুনের খালাতো ভাই হাফিজ জানান, আমার ভাই একজন সাধারণ মানুষ। কী কারণে তাকে কে হত্যা করলো আমি জানি না। সে কোনও রাজনীতির সঙ্গে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ২০ বছরের বেশি সময় জেল খেটে ২০২৩ সালে জামিনে মুক্তি পান মামুন। তিন মাসের মাথায় তেজগাঁও বিজি প্রেস এলাকায় তাকে হত্যার চেষ্টা হয়।

সে সময় রাস্তার ওপর মামুনের গাড়ি আটকে এলোপাতাড়ি গুলি চালানো হলে ভুবন চন্দ্র শীল নামে এক আইনজীবী গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

হামলার লক্ষ্যে থাকা মামুনকে খুন করতে না পারলেও সে সময় চাপাতি দিয়ে কোপায় হামলাকারীরা। মামুন সে সময় পুলিশকে বলেছিলেন, তেজগাঁওয়ের ওই হামলার পেছনে পুলিশের আরেক তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমনের হাত রয়েছে।

উল্লেখ্য, সোহেল চৌধুরী হত্যা মামলায় গত বছরের ৯ মে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারিক সাইফ মামুনসহ ৬ জন খালাস পান। তবে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় একই ট্রাইব্যুনাল।

আমার বার্তা/এল/এমই

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা কে এই মিথিলা

দেশের প্রথম সারির মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিশেষ করে মডেলিংয়ে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না: মিমি

টলিপাড়ার অন্যতম আবেদনময়ী নায়িকা মিমি চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর

ওয়েস্টার্ন লুকে ঝড় তুললেন জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় তার অনবদ্য অভিনয়ের

নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের মাধ্যমে। ‘বন্ধু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের সেঞ্চুরি, সাদমান-মুমিনুলের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ

বাংলাদেশ অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলেন শাহ আলম

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ জন

রোহিঙ্গাদের জন্য ফের দক্ষিণ কোরিয়ার চাল সহায়তা

১০ মাসে দেশে ঢুকেছে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা

সড়কে ব্যক্তিগত গাড়ি কম, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ময়মনসিংহে বাসে আগুন: সিসি ক্যামেরায় যা ধরা পড়ল

চট্টগ্রামে হবে বিশ্বমানের কনটেইনার টার্মিনাল, ধারণক্ষমতা ৮ লাখ

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল-পেট্রোলবোমা উদ্ধার, আটক ৩

পটুয়াখালীর পায়রা নদীতে ধরা পড়লো ১৮ কেজির পাঙাশ

সরাইলে পিআইও বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

‘আমি খুব করে বাচঁতে চেয়েছি’ লিখে আত্নহত্যা করলেন রাবি শিক্ষার্থী

চট্টগ্রামের লালদিয়ায় হবে বিশ্বমানের কনটেইনার টার্মিনাল

রপ্তানির তুলনায় আমদানি ব্যয় বেশি হওয়ায় বাড়ছে বাণিজ্য ঘাটতি

শাপলা চত্বরে গণহত্যা: প্রতিবেদন দাখিলে সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল

নতুন পে-স্কেলের ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে বর্তমান সরকার: অর্থ উপদেষ্টা

পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন