কুসুম শিকদারের অপরাজিতা অ্যাওয়ার্ড অর্জন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৩:৩০ | অনলাইন সংস্করণ
তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :

চলচ্চিত্র অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এটিএন বাংলা নিবেদিত অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৪-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা কুসুম শিকদার। নারীর ক্ষমতায়ন ও সার্বিক অগ্রগতিকে সম্মান জানাতে গ্লোবাল স্টার কমিউনিকেশন এ বছর প্রথমবারের মতো এই সম্মাননার আয়োজন করে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি চার তারকা হোটেলে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখা ২০ জন বিশিষ্ট নারীকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে চলচ্চিত্র বিভাগে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান কুসুম শিকদার।
অপরাজিতা অ্যাওয়ার্ডের মঞ্চে তাঁর হাতে সম্মাননা তুলে দেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা, এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ, ‘হাল ছোড়োনা বন্ধু’র প্রতিষ্ঠাতা চান্দা মাহজাবীন এবং জনপ্রিয় চিত্রনায়ক সাকিল খান।
থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘শরতের জবা’-তে অনবদ্য অভিনয়ের জন্য এ সম্মাননা অর্জন করেন কুসুম শিকদার। একই চলচ্চিত্রের জন্য তিনি এ বছর আরও একাধিক পুরস্কার লাভ করেছেন। চলচ্চিত্রটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। ইমপ্রেস টেলিফিল্ম ও পহাড়ডাঙা পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা ও পরিচালনার দায়িত্বও পালন করেন কুসুম শিকদার। তাঁর সঙ্গে যৌথ প্রযোজক ছিলেন ফরিদুর রেজা সাগর।
কুসুম শিকদার ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হন। ২০১০ সালে গহীনে শব্দ দিয়ে চলচ্চিত্র অভিনয়ে অভিষেক এবং ২০২৪ সালে শরতের জবা দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। তাঁর দ্বিতীয় চলচ্চিত্র লাল টিপ–এর জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হন। এছাড়া শঙ্খচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন।
আমার বার্তা/জেএইচ
