ব্ল্যাক ড্রামায় ঝলমল সুনেরাহ
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ২১:১৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
ঢালিউডে ফ্যাশন সেন্সে মৌলিকতা দেখাতে পারলেই যে আলাদা করে আলোচনায় আসা যায়, তা যেন বারবার প্রমাণ করে দিচ্ছেন সুনেরাহ বিনতে কামাল। সাম্প্রতিক এক বিশেষ ফটোশুটে তিনি হাজির হয়েছেন গভীর ব্ল্যাক টোনের এক নাটকীয় পার্টি লুক নিয়ে। ক্যামেরার সামনে দাঁড়ানো মাত্রই তার আত্মবিশ্বাস আর উপস্থিতির শক্তি বোঝা যায় যেন পোশাক নয়, ব্যক্তিত্বই তার আসল স্টাইল।
নতুন এই লুকে পশ্চিমা সৌন্দর্যের আধুনিকতা ও সুনেরাহর নিজস্ব বোল্ড ভাব একসঙ্গে মিশে তৈরি করেছে চোখধাঁধানো আবেদন। সফট গ্ল্যাম মেকআপে চোখে ছিল ঝিকিমিকি শিমার, নিখুঁত লাইনার ও মাশকারার ঘন ছোঁয়া। ঠোঁটে লাল আভাযুক্ত ন্যুড গ্লস আর নখে লাল নেইল–পলিশ পুরো লুকটিকে দিয়েছে মার্জিত অথচ তীক্ষ্ণ ফিনিশ।
পোশাকের ভেতরে ছিলেন সিলভার–টোনের আকর্ষণীয় ক্রপ টপ, যার ওপর ঢেকে দেওয়া হয়েছিল শিমারি নেটের একটি ওভারলে। আলো পড়তেই টপটি যেন আলাদা এক দীপ্তি ছড়াচ্ছিল। এর সঙ্গে মানিয়ে নেওয়া ব্ল্যাক হাই–ওয়েস্ট টেইলরড শর্টস পুরো সাজে এনে দিয়েছে নিখুঁত স্মার্টনেস।
তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার ব্ল্যাক শিমারি ব্লেজারটি। হাতার প্রান্তে যুক্ত নরম পালকের কারুকাজ লুকটিতে যোগ করেছে থিয়েটারের মতো নাটকীয় সৌন্দর্য। চলতি পার্টি সিজনে ফেদার কাফ ব্লেজার যে আবারও ট্রেন্ড দখলে রেখেছে, সুনেরাহর এই উপস্থিতি তার বাস্তব প্রমাণ।
হেয়ারস্টাইলেও ছিল স্বাভাবিক সৌন্দর্যের ছোঁয়া মোলায়েম, ভলিউম–সমৃদ্ধ ওয়েভি চুল তার মুখের রেখাকে আরও উজ্জ্বল করে তুলেছে। লম্বা ক্রিস্টাল স্টেটমেন্ট দুল পুরো গ্ল্যামারকে যেন আরও এক ধাপ ওপরে তুলে দিয়েছে।
ফ্যাশনের প্রতিটি ধাপে নতুনত্ব আনতে পারদর্শী সুনেরাহ বিনতে কামাল আবারও দেখিয়ে দিলেন—সাহসী সাজই তার পরিচয়, আর ব্ল্যাক ড্রামা তার ওপর যেন জন্মগতভাবেই মানানসই।
