সামিয়া নাহি ভূমিকম্পে আতঙ্কে

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২১:৫৩ | অনলাইন সংস্করণ

  মোঃ আবু সাঈদ

রাজধানীতে গত শুক্রবার রাজধানীতে হঠাৎ ভূমিকম্পের মধ্যে দিয়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী সামিয়া নাহি, যিনি সরকারি অনুদানে নির্মিত ‘দায়মুক্তি’ সিনেমায় সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক করেছেন। ছবিটি মুক্তি পেয়েছে ৭ ফেব্রুয়ারি ২০২৫-এ।

সামিয়া নাহি জানান, সকালটা তার জন্য আনন্দময় ছিল। কয়েক মাস পর বাবা-মায়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা এবং মাকে সঙ্গে আনার প্রস্তুতি চলছিল। মন ভরে ছিল ভালোবাসা ও উত্তেজনায়, কারণ দীর্ঘদিন পর তিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

তিনি রান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিলেন ভাইদের জন্য। ছোট ভাই তখন মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল ঘরে, আর অন্য ভাই গভীর ঘুমে। হঠাৎ বাইরে ইট বা ভারী বস্তু পড়ে যাওয়ার মতো শব্দ শোনা যায়, বাতাসে ধুলো উড়ে। সামিয়া নাহি অনুভব করেন পায়ের নিচে হালকা ঢেউ খেলা। প্রথমে মনে হয় আশপাশে কোনো বিমান দুর্ঘটনা ঘটেছে, কারণ সাম্প্রতিক সময়ে এমন খবর বেশি শুনেছিলেন।

কিন্তু মুহূর্তের মধ্যেই দেয়াল ও মেঝের কম্পন বেড়ে গেলে তিনি বুঝতে পারেন-এটি ভূমিকম্প। আতঙ্কিত হয়ে তিনি দ্রুত ছোট ভাইকে ডাকেন। ডাক শুনে ভাই বের হয়, ঘুম ভেঙে বড় ভাইও দৌড়ে যোগ দেয়। তিনজন দ্রুত সিঁড়ি ধরে নিচে নামেন। নিচে এসে নিশ্চিত হন-এটি সত্যিই ভূমিকম্প ছিল।

নিচে নেমে এসে দেখা যায়, সামিয়া নাহির আঙুলে গভীর কেটে গেছে, রক্ত পড়ছিল। আতঙ্কের মুহূর্তে তিনি প্রথমে ব্যথা টের পাননি। পরে বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারেন-শুধু তাদের বাসা নয়, পুরো শহর জুড়ে একই ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে।

সামিয়া নাহি বলেন: “কয়েক সেকেন্ডে জীবন কীভাবে বদলে যেতে পারে, তা আমি বুঝেছি। আল্লাহর রহমতে আমরা বড় কোনো ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।”

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং যারা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত চাই। পাশাপাশি সবাইকে উদ্দেশ্য করে বলেন: “জেনে বা অজান্তে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দেবেন। আমিও সবাইকে ক্ষমা করে দিলাম।”

অভিনেত্রী সামিয়া নাহি নতুন চলচ্চিত্র জগতে পা রেখেছেন, এবং এই অভিজ্ঞতা দেখিয়েছে-প্রাকৃতিক দুর্যোগের সময়ে জীবন কতটা অনিশ্চিত। সচেতনতা, দ্রুত সিদ্ধান্ত এবং পরিবারের প্রতি দায়িত্ববোধই বিপদের মুহূর্তে সবচেয়ে বড় শক্তি।