মাতৃত্বের বিরতি শেষে পর্দায় ফিরলেন অহনা

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ২০:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত মাতৃত্বের কারণে নেওয়া বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন। মা হওয়ার প্রায় ছয় মাস পর নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ফলে বহু দিন ধরেই যাঁরা ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে তাঁর ‘মিশকা সেন’ চরিত্রের মতো উপস্থিতি মিস করছিলেন, তাঁদের অপেক্ষার অবসান ঘটল।

ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-এর প্রোমো। প্রোমো প্রকাশের পরই দর্শকের মনে তৈরি হয় প্রশ্ন- এইবারও কি তাঁকে দেখা যাবে কোনো তুখোড় খলচরিত্রে?

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অহনা জানান, তিনি এখনো নিজের নতুন চরিত্রটি পুরোপুরি বুঝে উঠতে পারেননি। কারণ, প্রাথমিক শুটিংয়ের ভিত্তিতে চরিত্রে নেতিবাচক ছাপ আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত নন। তাঁর ভাষায়, “এখন পর্যন্ত যতটুকু কাজ করেছি, তাতে চরিত্রটি নেগেটিভ কিনা তা বোঝা যাচ্ছে না। কিছুদিন শুট করলে পরিষ্কার হবে।”

অভিনেত্রী আরও জানান, মুখ্য চরিত্রে অভিনয় করতেই হবে- এমন মানসিকতা তিনি কখনো পোষণ করেন না। বরং তাঁর মতে, নায়িকার চরিত্রে কাজ করতে গেলে অতিরিক্ত চাপ সামলাতে হয়, যা এখন তাঁর পক্ষে সম্ভব নয়।


তিনি বলেন, “মেয়েকে রেখে অতটা চাপ নিতে পারব বলে মনে হয় না। তাই চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরে ফিরতে হবে- এই বিষয়টাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

নায়িকা হওয়ার প্রতি তাঁর আগ্রহ রয়েছে কিনা- এমন প্রশ্নে অহনা স্পষ্ট উত্তর দেন,
“নায়িকা হওয়ার কোন লালসা আমার নেই। আমি অভিনেত্রী হতে চাই, চরিত্রকে নিজের মতো করে ফুটিয়ে তুলতে চাই। নাম বা প্রচারের জন্য নয়।”

মা হওয়ার আনন্দ, দায়িত্ব আর নিজের পরিচয়- সবকিছুকে সমান্তরাল রেখে নতুন পথচলা শুরু করলেন অহনা দত্ত। দর্শক এখন অপেক্ষায়, নতুন ধারাবাহিকে তাঁকে ঠিক কোন রূপে দেখতে পাবেন।