নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘স্ট্রেঞ্জার থিংস’
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ঝড় তুলেছে জনপ্রিয় সায়েন্স ফিকশন হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১ জানুয়ারি ভোরে মুক্তি পেয়েছে এই সিরিজের পঞ্চম তথা চূড়ান্ত সিজনের অন্তিম পর্বটি। এর মধ্য দিয়ে পর্দা নামলো হকিন্স শহরের এক রোমাঞ্চকর অধ্যায়ের।
দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে প্রশ্ন ছিল, হকিন্স শহরের ওপর নেমে আসা সব অতিপ্রাকৃত ঘটনার পেছনে কি সত্যিই ভেকনা দায়ী? নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার শক্তি? সিরিজের এই শেষ পর্বে সেই অমীমাংসিত রহস্যের জট খুলেছেন নির্মাতারা।
গল্পের কেন্দ্রে থাকা এল , মাইক, উইল, ডাস্টিন এবং লুকাসরা কি শেষ পর্যন্ত ভেকনার মরণকামড় থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবে? আপসাইড ডাউনের ভয়াবহতা কাটিয়ে তারা কি ফিরতে পারবে স্বাভাবিক জীবনে? এই সিজনে দর্শকদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা ছিল নিখোঁজ হলি উইলার।
সে কি শেষ পর্যন্ত নিজের বাড়িতে ফিরে আসতে সক্ষম হবে? এ সব প্রশ্নের উত্তর মিলেছে সিরিজের এই টানটান উত্তেজনার শেষ পর্বে। ২০১৬ সালে শুরু হওয়া এই যাত্রা গত কয়েক বছরে বিশ্বজুড়ে এক বিশাল ফ্যানবেজ তৈরি করেছে।
দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবেগ, রোমাঞ্চ আর রহস্যের সংমিশ্রণে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর এই সমাপ্তি নেটফ্লিক্সের ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। হকিন্সের সেই বন্ধুদের শেষ লড়াই দেখতে এখন পর্দার সামনে হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা।
