নতুন বছরে ৩ সিনেমা নিয়ে ফিরছেন অধরা খান

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ | অনলাইন সংস্করণ

  মোঃ আবু সাঈদ

ঢালিউড অভিনেত্রী অধরা খান বর্তমানে দেশের বাইরে হলেও তার অভিনয় ক্যারিয়ার থেমে নেই। দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করা এই অভিনেত্রী নতুন বছরের শুরুতেই একাধিক কাজের খবর দিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য নিয়ে তিনি যুক্ত হয়েছেন কানাডার চলচ্চিত্র ও বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির সঙ্গে।

কানাডায় অবস্থানকালে অধরা ইতোমধ্যে কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। বছরের শেষ দিকে তিনি একটি ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নেন, যা স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে। চলতি মাসে আরও কয়েকটি বিজ্ঞাপনের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এদিকে দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে অধরা খানের অভিনীত দুটি চলচ্চিত্র- ‘দখিন দুয়ার’‘ঋতুকামিনী’। সিনেমা দুটির ডাবিংয়ের কাজ ইতোমধ্যেই শেষ করেছেন তিনি। মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও নির্মাতারা প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অধরা শুধু অপেক্ষমান সিনেমাতেই সীমাবদ্ধ নন। নতুন করে তিনি তিনটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। এর মধ্যে একটি সিনেমার শুটিং লোকেশন ও সময়সূচি চূড়ান্ত হয়েছে, যা ইউরোপে অনুষ্ঠিত হবে। যদিও এখনই সহশিল্পী বা গল্প সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি নন অভিনেত্রী।

এ বিষয়ে অধরা খান বলেন, “সব কিছু চূড়ান্ত হয়েছে, এটুকু নিশ্চিত বলতে পারি। তবে কাজের বিস্তারিত পরে জানাব। খুব শিগগিরই দেশে ফিরব।”

অভিনয়ের পাশাপাশি সৃজনশীল কাজেও নিজেকে যুক্ত রেখেছেন তিনি। কানাডায় ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামে একটি ভিন্নধর্মী প্রোজেক্টে অংশ নিয়েছেন অধরা, যেখানে স্বল্পদৈর্ঘ্যের গল্প লিখে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পুরো কাজ শেষ করতে হয়। এই অভিজ্ঞতাকে তিনি নিজের জন্য চ্যালেঞ্জিং ও শিক্ষণীয় বলে মনে করছেন।

দেশে কম কাজের সুযোগ থাকলেও বিদেশে কাজ করাকে নেতিবাচকভাবে দেখছেন না এই অভিনেত্রী। অধরা বলেন,
“দেশে যাওয়া আমার জন্য কঠিন কিছু নয়। কিন্তু এখন যেহেতু কাজের পরিমাণ কম, তাই নিজেকে আরও সমৃদ্ধ করতে কানাডায় কাজ করছি। এখানে প্রত্যাশার চেয়েও ভালো সুযোগ পেয়েছি।”

সব মিলিয়ে বলা যায়, দেশের বাইরে থেকেও নিজের অভিনয়যাত্রাকে এগিয়ে নিচ্ছেন অধরা খান। দেশে ফেরার পর নতুন কাজের মাধ্যমে তিনি আবারও দর্শকদের সামনে হাজির হবেন-এমনটাই আশা করছেন তার ভক্তরা।