হজে গিয়ে না ফেরার দেশে অধ্যাপক ডা. ওয়াহিদুর রহমান

প্রকাশ : ২২ জুন ২০২৪, ১৫:১৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

পবিত্র হজ পালন করতে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ ওয়াহিদুর রহমান। তার মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক শোক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

শোক বার্তায় বলা হয়েছে, অধ্যাপক ডা. সৈয়দ ওয়াহিদুর রহমান সরকারি চাকরিজীবী হিসেবে একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ শোকাভিভূত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

অধ্যাপক ডা. সৈয়দ ওয়াহিদুর রহমানের মৃত্যুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনও শোক জানান।

ডা. সৈয়দ ওয়াহিদুর রহমানের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ জুন থেকে জামারাতের (শয়তানকে পাথর নিক্ষেপ) সময়ে তিনি নিখোঁজ হন। অবশেষে দীর্ঘ ৫ দিন পরে আজ তার মৃত্যু সংবাদ পাওয়া যায়।


আমার বার্তা/এমই