স্বাস্থ্যখাতে কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা অব্যাহত

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১৭:১৫ | অনলাইন সংস্করণ

  কমল চৌধুরী:

স্বাস্থ্যখাতের উন্নয়নকে অগ্রাধিকার প্রদান করে বিগত বছরগুলোর মত এবারও কতিপয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঔষধ,চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা অব্যাহত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিডনি রোগীর ডায়ালাইসিসে ব্যবহৃত হয় এমন দুটি অত্যাবশ্যকীয় উপকরণ হচ্ছে ডায়ালাইসিস ফিল্টার এবং ডায়ালাইসিস সার্কিট।উক্ত পণ্য দুটির আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০%হতে হ্রাস করে ১% নির্ধারণ করা হয়েছে।

স্পাইনাল নিডলপণ্যটির সুনির্দিষ্ট কোনো এইচ এস কোড না থাকায় আমদানি পর্যায়ে শুল্কায়নে নতুন কোডসৃজন করে ৫% আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে।

চিকিৎসা সেবা সহজলভ্য করার ক্ষেত্রে সরকারের অব্যাহত নীতি সহায়তার অংশ হিসেবে এ্যাম্বুলেন্স হ্রাসকৃত শুল্কে আমদানির সুবিধা দেয়া হয়েছে। এ ক্ষেত্রে আমদানিতব্য এ্যাম্বুলেন্স এর ন্যূনতম দৈর্ঘ্য নির্ধারিত না থাকায় শুল্কায়নে জটিলতা সৃষ্টি হচ্ছে। উক্ত জাটলতা নিরসনে আমদানির ক্ষেত্রে এ্যাম্বুলেন্স এর প্যাঞ্জোর কেবিন এর ন্যূনতম দৈর্ঘ্য ৯ ফুট নিরুপণ করে দেয়া যুক্তিযুক্ত। সে অনুযায়ী সংশ্লিষ্ট এইচএস কোডএর বর্ণনা পরিবর্তন করা হয়েছে।

এছাড়াও ক্যান্সার রোগীদের চিকিৎসা আরো সুলভ করার উদ্দেশ্যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ঔষধ প্রস্তুতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে কতিপয় নতুন কাঁচামাল অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাশ হয়েছে।

ঔষধ এর কাঁচামাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান (এপিআই) কর্তৃক কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে কতিপয় নতুন কাঁচামাল অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাশ হয়েছে।

ঔষধ উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় কাঁচামাল আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে এজিথরোমাইসিননামক পণ্যটি সংযোজনের সুপারিশ পাশ হয়েছে। একই সাথে বিদ্যমান প্রজ্ঞাপনটি ২০১৪ সালে জারি বিধায় বিদ্যমান প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন করা হয়েছে। গত কয়েক বছর ধরে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে এবং পরিস্থিতি প্রতি বছরই আশংকাজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। ডেঙ্গু কিট আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের জন্য ইতোপূর্বে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যা ২০১৯ সালে বাতিল হয়ে যায়।তাই,২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে রেয়াতি সুবিধায় ডেঙ্গু কিট আমদানির লক্ষ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারী করার প্রস্তাব পাশ হয়েছে।

রেফারেল হাসপাতাল কর্তৃক চিকিৎসা যন্ত্রপাতি ও উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে বিদ্যমান আমদানি শুল্ক সুবিধা দীর্ঘদিন ধরে প্রদান করা হচ্ছে। সার্বিক প্রেক্ষাপটে উক্ত সুবিধা কিছুটা হ্রাস করে আমদানি শুল্ক ১% এর পরিবর্তে ১০% ধার্য করার প্রস্তাব পাশ হয়েছে।   

 

আমার বার্তা/এমই