২৪ ডিসেম্বরের মধ‍্যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে দুই বছর বাড়িয়ে প্রজ্ঞাপনের দাবি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:০২ | অনলাইন সংস্করণ

  এম রানা:

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে অতিরিক্ত দুই বছর বাড়িয়ে প্রজ্ঞাপনের দাবী জানিয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ৩৪ ঐক্য পরিষদ।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ঐতিহাসিক আমতলায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

ডাক্তার মাহফুজুল হক চৌধুরী বলেন, গত ২৭ নভেম্বর ৪৭ তম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়েছে। বিগত প্রতিটি বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা অতিরিক্ত ২ বছর ছিল। যা ৪৭ তম সার্কুলারে বিষয়টি কোন উল্লেখ নেই। বিসিএস আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা স্নাতক যা পাশ করতে অন্যান্যদের ন্যূনতম ৪ বছর লাগলেও,ডাক্তারদের এমবিবিএস/বিডিএস শেষ করতে ইন্টার্ণশিপসহ ন্যূনতম সাড়ে ৬ বছর সময় লাগে।এর নিমিত্তে পূর্বের সকল বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে আবেদনের বয়সসীমা সাধারণ এর চেয়ে ২ বছর বেশি ছিল।

তিনি আরও বলেন, গত ১২ ডিসেম্বর বিসিএস (স্বাস্থ্য) বয়সজনিত বৈষম্য নিরসনে সাধারণ এমবিবিএস/বিডিএস চিকিৎসক সমাজের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী মহোদয়ের সাথে সাক্ষাৎ করা হয়। আমাদের ন্যায্য দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় হতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন আকারে চিঠি প্রেরণ করা হয়।

উল্লেখ্য গত ৫ ডিসেম্বরে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ সচিব, স্বাস্থ্য সেবা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় সকলের সাথে সাক্ষাৎ করি এবং চিকিৎসকদের দাবীর বিষয়ে অবহিত করি ও আবেদনপত্র জমা দিই। পরবর্তীতে ৮ ডিসেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি)চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করি এবং চিকিৎসকদের বয়সজনিত বৈষম্য বিষয়ে আবেদনপত্র জমা দিই।আমাদের যৌক্তিক দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং আমাদের প্রযোজনীয় দিক  নির্দেশনা দেন।

ডা মাহফুজুল হক চৌধুরী আরও বলেন, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন আকারে বিসিএস (স্বাস্থ্য) বয়স ২ বছর বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এছাড়া,ঢামেক হাসপাতালের আমতলা একটি বিশেষ তাৎপর্যপূর্ণ স্থান।এই স্থান থেকেই শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মিছিলের যাত্রা। সরকার এবং ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ এই ঐতিহাসিক স্থানটিকে যথাযথ মর্যাদা দিয়ে সংরক্ষণ করা হোক।


আমার বার্তা/এমই