কিডনি দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

মাত্র ১২০০টাকায় প্যাকেজে হেলথ চেকআপ করবে ইনসাফ বারাকাহ হাসপাতাল

মহান স্বাধীনতা দিবস ও ১৩ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মাসব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। ক্যাম্পে ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দিবেন। কিডনি সম্পর্কিত সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা ফ্রি করা হবে। মাত্র ১২০০টাকায় ৫টি পরীক্ষা প্যাকেজে (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন)  হেলথ চেকআপ করবে। ৫ (পাঁচ) জন হত দরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত ডায়ালাইসিস ফ্রি করা হবে (মেডিসিন ছাড়া)।

আগামীকাল ১৩ মার্চ সারা বিশ্বে কিডনি দিবস পালন করা হবে। প্রতি বছর এ দিবসটি আনুষ্ঠানিকভাবে কিডনি দিবস হিসেবে পালন করে থাকে। এ বছর বিশ্ব কিডনি দিবস এর প্রতিপাদ্য বিষয়: "Are Your Kidneys OK? Detect early, protect kidney health আপনার কিডনি ঠিক আছে কি? তাড়াতাড়ি পরীক্ষা করুন, কিডনির স্বাস্থ্য রক্ষা করুন"

সবার সাথে কন্ঠ মিলিয়ে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। মাসব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতাল বিভিন্ন চিকিৎসা সেবামূলক নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ এলাকায় পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।

কিডনি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটি। বাংলাদেশে প্রায় ২ কোটির বেশি লোক  কোন না কোনভাবে কিডনি রোগে আক্রান্ত। দিন দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আশংকা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে  ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে। মৃত্যুঘাতী  হিসেবে কিডনি রোগের অবস্থান ২ যুগ আগে ছিল ২৭তম, বর্তমানে এটা দাঁড়িয়েছে ৭ম এবং ২০৪০ সালে ৫ম অবস্থানে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে গত বছর ১৫ দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৩৯৩ জন রোগীর সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিন আর/ই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এর মধ্যে ১৪৯ জন রোগীর রক্ত ও প্রস্রাব পরীক্ষায় কোন না কোন কিডনি সম্পর্কিত জটিলতা পাওয়া যায়। এতে দেখা যায় গড়ে প্রায় ১১ শতাংশ মানুষ কিডনির সমস্যায় আছে।


আমার বার্তা/এমই