শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু।

শুক্রবার (২৮ জুন) এনডিটিভি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভূমিকম্পটি দেশটির মধ্য উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। রাজধানী লিমা পর্যন্তও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে উঠিয়ে নেওয়া হয়।

ভূমিকম্পে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন।

এর আগে, ২০০৭ সালের ১৫ আগস্ট পেরুর মধ্য উপকূলে ৭ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে অন্তত পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়।

উল্লেখ্য, প্রায় সাড়ে তিন কোটি জনসংখ্যার দেশ পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত। ফলে এখানে প্রতি বছর শতাধিক ভূমিকম্প হয়ে থাকে।


আমার বার্তা/জেএইচ