পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৬ সেনা নিহত

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৯:১২ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয় প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ছয় সেনা নিহত হয়েছেন। অপরদিকে সেনাদের গুলিতে প্রাণ গেছে ছয় সন্ত্রাসীর। নিহত সেনাদের মধ্যে এক উচ্চপদস্থ কর্মকর্তাও আছেন।

শনিবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়েছে, ৪ ও ৫ অক্টোবর আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন লেফটেনেন্ট কর্নেলসহ ছয় সেনা এবং ছয় ‘খারেজি’ নিহত হয়েছে।

এদিকে সেনাদের ওপর এই হামলার দায় শিকার করেছে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)।

২০০৭ সালে আত্মপ্রকাশ করা টিটিপি প্রায় সময় পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। তাদের দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে একটি বাতিল সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

পাকিস্তান সরকারের অভিযোগ আফগানিস্তানের সহায়তায় টিটিপি তাদের কার্যক্রম চালায়। যদিও তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার এই অভিযোগ সবসময় অস্বীকার করে থাকে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের হটিয়ে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপরই পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধের আশা অনেকটা ফিকে হয়ে যায়। এই টিটিপির কারণে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে খুবই খারাপ সম্পর্ক বিরাজমান রয়েছে। -- সূত্র: ডেকান হেরাল্ড  

 

আমার বার্তা/এমই