লেবাননকে গাজায় পরিণত করার হুমকি নেতানিয়াহুর
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননকে গাজার মতো যুদ্ধবিধ্বস্ত এলাকায় পরিণত করার হুমকি দিয়েছেন। খবর আলজাজিরার।
মঙ্গলবার (৮ অক্টোবর) তিনি এক ভিডিও ভাষণে বলেন, যদি লেবনান হিজবুল্লাহকে যুদ্ধ চালিয়ে যেতে দেয়, তাহলে দেশটির পরিণতি হবে গাজার মতো।
ভিডিও ভাষণে নেতানিয়াহু লেবাননের জনগণের উদ্দেশে বলেন, 'একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হওয়ার আগে লেবাননকে বাঁচানোর সুযোগ রয়েছে। যদি তা গ্রহণ না করা হয়, তাহলে লেবানন গাজায় যা দেখছে, তার মতো ধ্বংস ও দুর্ভোগের দিকে এগিয়ে যাবে।'
নেতানিয়াহুর এই ভাষণ এমন একটি সময় দেওয়া হয়েছে যখন হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে। সর্বশেষ গত মঙ্গলবার, হিজবুল্লাহ হাইফাতে শতাধিক রকেট হামলা করেছে। এর প্রতিক্রিয়ায়, ইসরায়েল লেবানন সীমান্তে তাদের সেনাসংখ্যা বাড়িয়েছে।
নেতানিয়াহু লেবাননবাসীকে তাদের দেশকে হিজবুল্লাহর কবল থেকে মুক্ত করার আহ্বান জানান, যাতে আরও ধ্বংস এড়ানো যায়। তিনি বলেন, 'আপনারা যদি হিজবুল্লাহকে ঠেকাতে না পারেন, তবে ইসরায়েল কাউকে তোয়াক্কা না করে হামলা চালাতে শুরু করবে, যেমনটা গাজায় হয়েছে।'
এর আগে, ডিসেম্বরে নেতানিয়াহু বলেছিলেন, হিজবুল্লাহ যদি হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলে, তাহলে ছাড় দেওয়া হবে না। একই মাসে, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত হুমকি দেন যে, প্রয়োজনে বৈরুতকেও গাজায় পরিণত করা হবে, যদি হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা বন্ধ না করে।
এই অবস্থায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলো ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
আমার বার্তা/জেএইচ