হামাস আর গাজা শাসন করবে না: নেতানিয়াহু

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৫:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েল। এরপরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস আর গাজা শাসন করবে না।

এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হলোকাস্টের পর থেকে যে ব্যক্তি আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তাকে নিমূর্ল করা হয়েছে।

গাজায় যারা ইসরায়েলিদের জিম্মি করে রেখেছে তাদের উদ্দেশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যে তার অস্ত্র রাখে সমর্পণ করবে এবং জিম্মিদের ফিরিয়ে দেবে, আমরা তাকে ছেড়ে দেবো এবং বাঁচতে দেবো আর যে তাদের ক্ষতি করবে, তার রক্ত তার নিজের মাথায় থাকবে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, সিনওয়ারকে হত্যা করা শহীদ সেনাদের পরিবার ও অপহরণকারীদের কাছে একটি স্পষ্ট বার্তা যে আমরা সবকিছু করছি এবং করা অব্যাহত রাখব।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বুধবার গাজার রাফাহ শহরের একটি ভবনে অভিযান চালানো হয়েছিল। ধারণা করা হয়েছিল যে ওই ভবনটি হামাসের সিনিয়র নেতারা ব্যবহার করেন। সেই অভিযানে তিনজন নিহত হন, সিনওয়ার তাদের মাঝে একজন।

ইসরায়েলি বাহিনী আরও জানায়, ওই স্থানে জিম্মির কোনো চিহ্ন নেই। পূর্বে দাবি করা হয়েছিল যে জিম্মিদের সুরক্ষার স্বার্থে সিনওয়ার ভ্রমণের সময় তাদেরকে নিজের সঙ্গে রাখবে।

আইডিএফ-এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, তিনজন বন্দুকধারীকে এক ঘর থেকে আরেক ঘরে দৌড়াতে দেখে ইসরায়েলি সেনারা। একবার গুলি চালানো হলে তারা বিচ্ছিন্ন হয়ে যান ও ইয়াহিয়া সিনওয়ার একা ভবনে প্রবেশ করে।


আমার বার্তা/জেএইচ