ছত্তিশগড়ে ভারতীয় বাহিনীর অভিযান, ১০ মাওবাদী নিহত
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৪:১৪ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:
ভারতের ছত্তিশগড় রাজ্যের ভেজি এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। এতে অন্তত ১০ মাওবাদী নিহত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ সুপার কিরণ চ্যাবন জানিয়েছেন, শুক্রবার সকালে রাজ্যের কনটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়েছে।
বার্তাসংস্থা পিটিআই বলছে, এখনো মাঝে মধ্যে গোলাগুলি হচ্ছে। বাস্তার শহরের মহাপরিদর্শক পি সুন্দরাজ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কী ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং হতাহতের তথ্য সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এর আগে গত মাসে একই রাজ্যের নারায়ণপুর-দান্তেওয়ারা সীমান্তবর্তী বনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩১ জন মাওয়াবাদী নিহত হয়। সেই সময়ে একে সিরিজের এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করে ভারতের নিরাপত্তা বাহিনী।