ই-পেপার শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত অন্তত ৩২

আন্তর্জাতিক ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৪, ১৭:৫৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখাওয়া প্রদেশে নতুন করে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ৩২ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। দেশটির এই প্রদেশে শিয়া যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় ৪৩ জনের প্রাণহানির দু’দিন পর নতুন সহিংসতায় হতাহতের এই ঘটনা ঘটেছে। শনিবার দেশটির সরকারি একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

আফগানিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশে সুন্নি ও শিয়া মুসলমানদের মাঝে গত কয়েক মাস ধরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। সাম্প্রদায়িক এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় দেড়শ জন নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন দেশটির জ্যেষ্ঠ এক প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘‘প্রদেশের একাধিক স্থানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মাঝে সংঘাত চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে ৩২ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৪ জন সুন্নি এবং ১৮ জন শিয়া মতাবলম্বী।’’

এর আগে, গত বৃহস্পতিবার কুররাম জেলায় পুলিশি পাহারায় ভ্রমণের সময় শিয়া মুসলিমদের দুটি যাত্রীবাহী ভ্যানে হামলা চালান সশস্ত্র বন্দুকধারীরা। এই হামলায় অন্তত ৪৩ জন নিহত ও ১১ জন আহত হন। আহতদের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে প্রদেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবারের হামলার প্রতিশোধে শুক্রবার সন্ধ্যায় শিয়া মুসলমানরা কুররাম জেলার সুন্নি অধ্যুষিত কয়েকটি স্থানে হামলা চালান। অতীতে খাইবারপাখতুনখাওয়ার এই জেলা আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ছিল; যেখানে বছরের পর বছর ধরে চলা সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে।

কুররাম পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘‘সন্ধ্যা ৭টার দিকে শিয়া মতাবলম্বী একদল ক্ষুব্ধ ব্যক্তি সুন্নি অধ্যুষিত বাগান বাজারে হামলা চালান।’’

তিনি বলেন, ‘‘গুলি চালানোর পর তারা পুরো মার্কেটে আগুন ধরিয়ে দেন। আশেপাশের বাড়িতে ঢুকেও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এই হামলাকারীরা। প্রাথমিক তদন্তে দেখা যায়, ৩ শতাধিক দোকান ও ১০০টিরও বেশি বাড়ি পুড়ে গেছে।’’

পুলিশের এই কর্মকর্তা বলেন, সংঘর্ষের সময় স্থানীয় সুন্নিরাও হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালিয়েছেন। কুররামের জ্যেষ্ঠ কর্মকর্তা জাভেদুল্লাহ মেহসুদ বলেছেন, ‘‘স্থানীয় প্রবীণদের সহায়তায় নিরাপত্তা বাহিনী মোতায়েনের মাধ্যমে সেখানে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’’

সুন্নি-সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে উপজাতীয় ও পারিবারিক বিবাদের ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে শিয়া সম্প্রদায় সদস্যরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও সহিংসতার শিকার হয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। প্রদেশে পৃথক ঘটনায় সেনাবাহিনীর অন্তত ২০ সৈন্যের প্রাণহানির মাত্র কয়েকদিন পর সর্বশেষ এই সাম্প্রদায়িক সংঘাতের সূত্রপাত হয়েছে।

গত মাসে কুররাম জেলায় সাম্প্রদায়িক সংঘাতে তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া গত জুলাই ও সেপ্টেম্বর মাসে একই ধরনের সংঘাতে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। -- সূত্র: এএফপি

আমার বার্তা/এমই

বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক

যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব

প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ভাইস প্রেসিডেন্ট

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে নিজের কিছু হলে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকেও

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। হেগভিত্তিক এই

আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যে প্রভাব পড়বে ভারতে

যুক্তরাষ্ট্রে ঘুস-জালিয়াতির অভিযোগে বেশ বিপাকে পড়েছেন ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। গত বুধবার (২০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র-জনতার উপর গুলির নির্দেশদাতা এসিল্যান্ড বহাল তবিয়তে

মুগ্ধকে নিয়ে গুজবের ব্যাপারে আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের

বাংলাদেশি গার্মেন্টসের বকেয়া দিচ্ছে না অস্ট্রেলিয়ান কোম্পানি

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: আইজিপি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি যৌক্তিক

আমরা যুদ্ধে বিশ্বাসী না, কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত: তদন্ত কমিটি গঠন

বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক

যেকোনো উপায়ে ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার

কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা, বেতন বন্ধ

গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না

এনসিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দুই চিত্রনায়ক

প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক: ফরিদা আখতার

বিপ্লবে সরকার পরিবর্তন ছাড়া আর কিছুই বদলায়নি: গয়েশ্বর

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত অন্তত ৩২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬

কুয়াকাটায় প্লাস্টিক দূষণের ভয়াবহতা চরমে

টঙ্গীর রেলওয়ে ব্রিজে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বিজিএমইএ নির্বাচনে ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান