রুশ কর্মকর্তাদের হত্যায় ইউক্রেনের পরিকল্পনা নস্যাৎ: রাশিয়া
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ | অনলাইন সংস্করণ
ডয়েচে ভেলে
রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করার কয়েকটি পরিকল্পনা রুখে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি৷
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মস্কোয় এসব হত্যার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে তারা৷ পাওয়ার ব্যাংক ও নথিপত্র রাখার ফোল্ডারের মতো দেখতে বোমা দিয়ে এসব হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস, এফএসবি৷ এই সংস্থার পূর্বসূরি ছিল কেজিবি৷
গত ১৭ ডিসেম্বর ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল কিরিলভকে মস্কোতে তার অ্যাপার্টমেন্টের বাইরে হত্যা করেছিল৷ একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা রেখে সেটির বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়৷ কিরিলভ রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন৷ ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থার একটি সূত্র রয়টার্সকে এই হত্যার পেছনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে৷ রাশিয়া এই হত্যাকাণ্ডকে ইউক্রেনের সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে৷
এক বিবৃতিতে এফএসবি বলেছে, ফেডারেল সিকিউরিটি সার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মীকে হত্যার চেষ্টা প্রতিহত করেছে৷ এসবের সঙ্গে জড়িত সন্দেহে চারজন রুশ নাগরিককে গ্রেপ্তারের ঘটনাও বিবৃতিতে জানানো হয়েছে৷ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তাদের নিয়োগ দিয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়৷
এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের এসবিইউ সংস্থা তৎক্ষণাৎ রয়টার্সকে কিছু জানায়নি৷ মস্কো তার মাটিতে কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করে৷ পশ্চিমা বিশ্ব কিয়েভের সন্ত্রাসী শাসককে সমর্থন করছে বলেও অভিযোগ তাদের৷
এদিকে, রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ শুরু করেছে সেটিকে ইউক্রেন তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে৷ তাই এসব টার্গেটেড হত্যাকাণ্ড বৈধ বলে মনে করে ইউক্রেন৷
আমার বার্তা/জেএইচ