৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলির উত্তরাঞ্চল

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:২৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

অবশ্য কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর সামনে আসেনি। শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।

ভূমিকম্পটির গভীরতা ১০৪ কিলোমিটার (৬৪.৬২ মাইল) ছিল বলেও জানিয়েছে ইএমএসসি।

মূলত বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে চিলি। ১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়। এমনকি সেই ভূমিকম্পের কারণে সামুদ্রিক ঢেউ পৌঁছে গিয়েছিল কয়েক হাজার কিলোমিটার দূরেও।

এছাড়া গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মাউলি এলাকায় অনুভূত এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। ভূমিকম্পটি রাজধানী সান্তিয়াগোসহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।

এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে চিলির উত্তর-মধ্যাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর কয়েক হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

তারও আগে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ২০১০ সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পে প্রাণ হারায় পাঁচ শতাধিক মানুষ। কম্পনের প্রভাবে সেসময় দেশটিতে সুনামিও সৃষ্টি হয়েছিল।