ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় কিছু অঞ্চলের দাবি ত্যাগ করতে সম্মত না হলে ইউক্রেনের প্রতি সমর্থন ও সহায়তা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। তবে এখনই এ ধরনের কাজ করতে অনিচ্ছুক দেশটি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলিভান এসব কথা বলেন। খবর তাসের।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, এটা সত্য যে আমরা ইউক্রেনকে একা ছেড়ে যেতে পারি না। আমরা কিয়েভকে বলতে পারি, রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডের দশ শতাংশ পাবে, তা স্বীকার না করলে আপনারা আর কিছুই পাবেন না। এটি আমাদের কাছে একটি বিকল্প।
জ্যাক সুলিভান বলেন, তবে আমাদের কি আসলে এটা করা উচিত? এ বিষয়ে আমি একমত নই। ইউক্রেনকে কিছু শান্তির শর্ত মেনে নিতে বাধ্য করলে ন্যাটোর ঐক্য নিশ্চিতভাবে ভেঙে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন সুলিভান।
তার মতে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে সহযোগিতা করছে, তার অর্থ এই নয় যে যুদ্ধের কাঙ্ক্ষিত ফলাফল নির্ধারণে ইউক্রেনকে নির্দেশ দেবে ওয়াশিংটন।
এদিকে চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতের যত তাড়াতাড়ি সম্ভব অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে বলে গত ১০ জানুয়ারি জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্রুত ইউক্রেন-রাশিয়া সংঘাতের অবসান ঘটানো প্রয়োজন বলে জানান ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কোনো পূর্বশর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে দেখা করতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আমার বার্তা/জেএইচ