ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবি শিবসেনা নেতার
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই শহরে বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা দেশটিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে, মুম্বাইয়ে বাংলাদেশিদের অবস্থান ও এই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারত থেকে সব বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) শিবিরের নেতা সঞ্জয় রাউত। আর এই কাজ তিনি শুরু করতে বলেছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে।
এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন শিবসেনার এই নেতা। সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ আলি খানকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তকে মুম্বাই পুলিশ বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করার পর শিবসেনা (ইউবিটি) সংসদ সদস্য সঞ্জয় রাউত সোমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সমস্ত বাংলাদেশিকে ভারত থেকে ‘তাড়িয়ে দেওয়া উচিত’।
রাউত বলেন, সমস্ত বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়া উচিত এবং এই কাজ শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত; যিনি গত বছর গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে গেছেন। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছে শিবসেনা।
সংবাদমাধ্যম বলছে, সঞ্জয় রাউতের কাছে প্রশ্ন ছিল সাইফ আলি খানের ওপর হামলায় অভিযুক্ত সন্দেহভাজন বাংলাদেশি কি না, তা নিয়ে। জবাবে সঞ্জয় রাউত বলেন, “...কে বলেছে তিনি বাংলাদেশি? বিজেপির লোকজন? বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, সাইফ আলি খানের ওপর যে হামলা হয়েছে তা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্র কী? এক অভিনেতার ওপর হামলা হয়েছে। ছুরি দিয়ে হামলা হয়েছে। তার নেপথ্যের রহস্য কী, তা জানাতে বলুন। তিনি (অভিযুক্ত) কে, কী? যদি তিনি বাংলাদেশি হন.. তাহলে তার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। যদি বাংলাদেশি এখানে এসে থাকে, রোহিঙ্গারা এসে থাকে, তাহলে তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দায়িত্ব। পদত্যাগ করুক উনি, তার পদত্যাগ চাওয়া হোক।”
একইসঙ্গে উদ্ধব ঠাকরে শিবিরের এই নেতা বলেন, “যদি বাংলাদেশিদের হঠাতে হয় আপনাকে, তাহলে প্রধানমন্ত্রীর কাছে প্রতিনিধি দল নিয়ে যান...আমি আহ্বান জানাচ্ছি মুম্বাইয়ের বিজেপির নেতাদের…যান মোদি সাহেবের সঙ্গে দেখা করুন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করুন। আর বলুন, সব বাংলাদেশিকে হঠিয়ে দিন, আর তা শুরু করুন শেখ হাসিনাকে দিয়ে; যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “...বিজেপি নাটক করছে। মুম্বাই মহানগর নির্বাচন আছে...তাই লোকজনকে ভয় দেখানো হচ্ছে। মানুষের মনে ভয় তৈরি করছে। বাংলাদেশিদের মোকাবিলা করতে আমরাই যথেষ্ট… আমরা যখন সংসদে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই, তখনই বিজেপি আমাদের বাধা দেয়, আন্তর্জাতিক সম্পর্কের অজুহাত দিয়ে... বলেছে, আন্তর্জাতিক সম্পর্ক খারাপ হবে।”
বিজেপির তীব্র সমালোচনা করে সঞ্জয় বলেন, “কারিনা কাপুর আর সাইফ আলি খানের বিয়েকে লাভ জিহাদ বলা হয়েছিল...আর এখন হামলার পর খুব ভালোবাসা দেখানো হচ্ছে, তাদের ছেলে আছে, নিরীহ ছোট ছেলেটার নাম তৈমুর, তা নিয়েও আপনাদের লোক (বিজেপি) অনেক কিছু বলেছে।”
গত ১৬ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে সাইফ আলি খানের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হামলায় বলিউডের এই অভিনেতার মেরুদণ্ডে ছুরির ক্ষত-সহ গুরুতর জখম হয়েছে। এই ঘটনায় মুম্বাই পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। তিনি বাংলাদেশের ঝালকাটি জেলার বাসিন্দা বলে দাবি করেছে মুম্বাই পুলিশ।
যদিও অভিযুক্ত যুবকের আইনজীবী রোববার দাবি করেছেন, ‘‘তার মক্কেল বাংলাদেশের নাগরিক, এমন যুক্তির পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি পুলিশ। গত সাত বছরের বেশি সময় ধরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি মুম্বাইয়ে বসবাস করছেন।’’
আমার বার্তা/এমই