বাজেটে বাংলাদেশের জন্যে বরাদ্দ কমাল না ভারত

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ কমানো সত্ত্বেও বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা আগের মতোই রেখেছে ভারত।

গত বছর শেখ হাসিনার শাসনামলে বাংলদেশের জন্যে ভারত যত অর্থ বরাদ্দ করেছিল, এবারও ঢাকার জন্যে ততটাই অর্থ বরাদ্দ করেছে।

গত বাজেটে বাংলাদেশের জন্যে ১২০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল ভারতের কেন্দ্রীয় বাজেটে। এবার নিজের অষ্টম কেন্দ্রীয় বাজেটেও বাংলাদেশের জন্যে ১২০ কোটি রুপিই বরাদ্দ রাখলেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা বেশ তৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের জন্যে বাজেটে আগের মতো বরাদ্দ রেখে দিল্লি বুঝিয়ে দিতে চাইল, এখনও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায় তারা।

এদিকে ২০২৫-২৬ অর্থবর্ষে ভুটানের জন্য সর্বোচ্চ আর্থিক অনুদান বরাদ্দ রেখেছে ভারত। বরাবরই ভারতের বিদেশি অনুদানের তালিকায় ওপরের দিকে থাকে এই ছোট প্রতিবেশী দেশটি। এবারের বাজেটে ভুটানের জন্যে ভারত ২ হাজার ১৫০ কোটি রুপি বরাদ্দ করেছে।

সবমিলিয়ে আর্থিক সাহায্য খাতে বিভিন্ন দেশের জন্য এবার ভারতের কেন্দ্রীয় বাজেটে রাদ্দ করা হয়েছে ৬ হাজার ৭৫০ কোটি রুপি।

উল্লেখ্য, গত বছরই ভুটানের পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য আর্থিক সহযোগিতার পরিমাণ ৫ হাজার কোটি রুপি থেকে দ্বিগুণ বাড়িয়ে ১০ হাজার কোটি রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।

এদিকে বাংলাদেশ এবং ভুটান ছাড়াও নেপালের জন্যে ভারত বরাদ্দ করেছে ৭০০ কোটি রুপি। মালদ্বীপের জন্যে ভারতের এবারের বরাদ্দ ৬০০ কোটি রুপি। গতবার এই পরিাণ ছিল ৪০০ কোটি রুপি।

মরিশাসের জন্যে ভারতের বাজেট বরাদ্দ ৫০০ কোটি রুপি। মায়ানমারের জন্যে এই বরাদ্দের পরিমাণ ৩৫০ কোটি রুপি। শ্রীলঙ্কার জন্যে বরাদ্দ ৩০০ কোটি রুপি। আফগানিস্তানের জন্যে বরাদ্দ ১০০ কোটি রুপি। গতবার এই পরিমাণ ছিল ১০০ কোটি রুপি।

এবারের বাজেটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সব মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ২০ হাজার ৫১৬ কোটি রুপি। এর আগে গত অর্থবর্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্যে সংশোধিত বাজেটের বরাদ্দ থেকে এই পরিমাণ কম। আগের বছর সব মিলিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্যে বরাদ্দ করা হয়েছিল ২৫ হাজার ২৭৭ কোটি রুপি।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আমার বার্তা/জেএইচ