নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন লেগে নিহত ৫১, আহত শতাধিক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দক্ষিণ-পূর্ব ইউরোপের স্থলবেষ্টিত দেশ নর্থ মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও শতাধিক ব্যক্তি।
রোববার (১৬ মার্চ) মধ্যরাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কোচানির একটি নাইটক্লাবে ঘটে এ ঘটনা। খবর এপির।
বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় নর্থ মেসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, স্থানীয় একটি পপ গ্রুপের কনসার্ট চলাকালীন মধ্যরাত ২টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। নাইটক্লাবে উপস্থিত তরুণরা আতশবাজি ব্যবহার করছিলেন, যার ফলে ছাদে আগুন ধরে যায়। এরপর দ্রুত ছড়িয়ে পড়ে ওই আগুন।
দগ্ধ হওয়া ছাড়াও প্রাণভয়ে হুড়াহুড়ির কারণে হতাহতের সংখ্যা বেড়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
তোশকোভস্কি বলেছেন, এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু, অগ্নিকাণ্ডে ওই ব্যক্তির জড়িত থাকার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
আমার বার্তা/এমই