আফগানিস্তানে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১৫:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে আফগানিস্তানে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি আফগান শরণার্থীদের নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
গত দুই সপ্তাহের মধ্যে ৮৫ হাজারের বেশি আফগান শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে পাকিস্তান। যাদের অধিকাংশই শিশু।
এপ্রিলের শেষ নাগাদ আট লাখেরও বেশি আফগানকে বহিষ্কার করার জন্য ইসলামাবাদ কঠোর অভিযান শুরু করেছে। এরই মধ্যে এসব শরণার্থীদের আবাসিক অনুমতি বাতিল করা হয়েছে।
গ্রেফতার ও পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় প্রায় প্রতিদিনই এ সব শরণার্থীরা সীমান্তের দিকে যাচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শীর্ষ কূটনীতিক ইসহাক দার ও মন্ত্রীদের একটি প্রতিনিধিদল আফগানিস্তানে গেছেন। সেখানে হাসান আখুন্দসহ ঊর্ধ্বতন তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তাল্লাল চৌধুরী বলেছেন, এপ্রিলের শুরু থেকে প্রায় ৮৫ হাজার আফগান সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই কাগজপত্রবিহীন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা শুক্রবার জানিয়েছে, এসব শরণার্থীরা এমন একটি দেশে প্রবেশ করছে যেখানে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ এবং নারীদের অনেক ক্ষেত্রে কাজ করতে বাধা দেওয়া হয়।
আমার বার্তা/এল/এমই