ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ পাকিস্তানের, বাতিল সিমলা চুক্তি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৪৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান অসিম মুনির।

কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত। তারা পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ, সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি স্থগিত এবং পাকিস্তানিদের জন্য সবধরনের ভিসা সেবা স্থগিতের ঘোষণা দিয়েছে।

ভারতের এসব সিদ্ধান্ত নিয়ে জরুরি বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। আর এ বৈঠকের পর ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। তারা ঘোষণা দিয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের ওয়াঘাহ সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে। এই ক্রসিং দিয়ে ভারত থেকে কোনও পণ্য পাকিস্তানে যাবে না এবং আসবেও না।

এছাড়া ভারতের সঙ্গে থাকা সিমলা চুক্তিও বাতিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ভারত এ যুদ্ধে জড়িত হয়। ওই সময় দুই দেশের সেনাদের মধ্যে লড়াই হয়। যা বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ হয়। এরপর ১৯৭২ সালে ভারত-পাকিস্তান সিমলা শান্তি চুক্তি করে।

এই চুক্তির লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি কাঠামো তৈরি, কাশ্মির সংকটের সমাধান এবং ভবিষ্যতে যে কোনও ধরনের দ্বন্দ্ব শান্তিপূর্ণ উপায়ে মেটানো। এছাড়া চুক্তিতে যুদ্ধবন্দিদের মুক্তি এবং যোগাযোগের লাইন পুনর্স্থাপনের কথা বলা হয়েছিল।

ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলেরও তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, নয়াদিল্লি সিন্ধু নদের পানি প্রবাহ ঠেকানোর চেষ্টা করলে পূর্ণশক্তি প্রয়োগ করে এর জবাব দেওয়া হবে।

জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান অসিম মুনিরসহ অন্যান্য সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। --সূত্র: দ্য ডন


আমার বার্তা/এমই