রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরেক ধাপ এগিয়ে নিল পাকিস্তান
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৪:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের উন্নতিতে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে পাকিস্তানের। দেশটিতে নতুন ইস্পাত কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিশেষ সহকারী হারুন আখতার খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মস্কোর প্রতিনিধি ডেনিস নাজারুফ। এর মধ্য দিয়ে শিল্পক্ষেত্রে নতুন এক দিগন্তের স্বপ্ন দেখছে পাকিস্তান।
বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
পাকিস্তানভিত্তিক সংবাদ্মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকালে দুইদেশের শীর্ষ এ দুই কর্মকর্তা পারস্পারিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন এবং করাচিতে তারা ইস্পাত কারখানা প্রতিষ্ঠার সুবিধার্থে একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনে সম্মত হয়েছেন।
হারুন আখতার খান পাকিস্তানে আরও বিনিয়োগ আকর্ষণের জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছেন এবং উল্লেখ করেন, বিদেশী বিনিয়োগকারীদের পাকিস্তানে বিনিয়োগ করার জন্য এখনই উপযুক্ত সময়। কারণ, পাকিস্তান আন্তর্জাতিক বিনিয়োগ এবং ব্যবসার জন্য একটি শক্তিশালী এবং নিরাপদ গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে।
এসময় পাকিস্তান ও রাশিয়ার মধ্যে পারস্পারিক সহযোগিতার সম্ভাবনার উপরও জোর দেন তিনি। তার মতে, এই সহযোগিতা উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে। পাকিস্তান বিনিয়োগের জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধ কেন্দ্র। আন্তর্জাতিক সম্প্রদায়ও এর সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছে।
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিশেষ এই সহকারী রাশিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ অন্বেষণে পাকিস্তানে আমন্ত্রণও জানান।
পাকিস্তান ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে ইস্পাত উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ খাতে যৌথ উদ্যোগের নতুন পথ খোলার জন্য এই বৈঠকটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন পাকিস্তানি কূটনীতি বিশেষজ্ঞরা।
আমার বার্তা/জেএইচ