আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ সই করলেন ট্রাম্প

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত ‘বিগ বিউটিফুল বিল’-এ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ২শ’ ৪৯তম স্বাধীনতা দিবসে বিলটিতে সই করেন তিনি।

এর আগে বহু তর্ক-বিতর্কের পর মার্কিন কংগ্রেস সিনেটে পাস হয় বিলটি। হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠানে বিলটিতে সই করেন তিনি।

এর মাধ্যমে ‘ধনীদের আশীর্বাদ, গরিবের অভিশাপ’ হিসেবে পরিচিত বিলটি আইনে পরিণত হলো। আইনটিতে কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। হোয়াইট হাউজের ওই অনুষ্ঠানে ইরানে সাম্প্রতিক বিমান হামলায় অংশগ্রহণকারী বি-টু বোমারু বিমান ও যুদ্ধবিমান মহড়া দেয়।
 

আমার বার্তা/এল/এমই