নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ইউক্রেন, জেলেনস্কির প্রস্তাব
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১০:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ইউক্রেন। ইউলিয়া স্ভিরিদেঙ্কোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউলিয়া বর্তমানে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,‘ইউলিয়া স্ভিরিদেঙ্কোকে ইউক্রেনের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছি এবং সরকারের কার্যক্রমে গুরুত্বপূর্ণ পুনর্গঠনের প্রত্যাশা করছি।’ তিনি আরও বলেন, ‘আমি খুব শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনের অপেক্ষায় রয়েছি।’এএফপি ও বাসস এ তথ্য দিয়েছে।
ইউলিয়ার নিয়োগে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। তবে জেলেনস্কির নেতৃত্বে পার্লামেন্ট একজোট হয়ে আছে। সুতরাং জেলেনস্কির প্রস্তাব নাকচ হওয়ার সুযোগু কম। প্রস্তাবটি অনুমোদিত হলে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করে আসা ডেনিস শমিহালের স্থলাভিষিক্ত হবেন ৩৯ বছর বয়সী ইউলিয়া।
জেলেনস্কি প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরোভকে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথাও বিবেচনা করছেন বলে জানা যায়।
জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের আরও ইতিবাচক গতিশীলতা প্রয়োজন এবং একই সঙ্গে প্রতিরক্ষা খাতে নতুন পদক্ষেপ জরুরি।’
আমার বার্তা/জেএইচ