নাইজেরিয়ায় সেনা মোতায়েন ও বিমান হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের রক্ষায় নাইজেরিয়ার সেনা মোতায়েন অথবা বিমান হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) তাকে সাংবাদিকরা এমন প্রশ্ন করলে হ্যাঁ বাচক উত্তর দেন ট্রাম্প।

তিনি বলেন, “এ নাইজেরিয়ায় সেনা মোতায়েন বা বিমান হামলা চালানো হতে পারে। আমি আরও অনেক কিছু বিবেচনা করছি। নাইজেরিয়ায় রেকর্ড সংখ্যক খ্রিস্টানকে হত্যা করা হচ্ছে… তারা খ্রিস্টানদের হত্যা করছে, যা অনেক বেশি। আমরা এটি হতে দেব না।”

সপ্তাহান্তে ফ্লোরিডায় নিজ বাড়িতে ছুটি কাটিয়ে গতকাল রোববার ওয়াশিংটন ডিসিতে ফেরেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তার সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রশ্ন করেন।

গত শনিবার ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে নাইজেরিয়াকে নিয়ে পোস্ট করেন। তিনি অভিযোগ করেন, দেশটিকে ব্যাপকহারে খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দেন, যদি নাইজেরিয়ার সরকার এ হত্যাকাণ্ড না থামাতে পারে তাহলে তিনি ব্যবস্থা নেবেন।

ট্রাম্পের এ হুমকির আগেরদিন যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে ‘বিশেষ উদ্বেগের দেশের’ তালিকায় যুক্ত করে। এই তালিকায় থাকা দেশগুলো ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘ করে বলে অভিযোগ করে থাকে মার্কিনিরা। এই তালিকায় নাইজেরিয়া ছাড়াও আছে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া এবং পাকিস্তান।

এদিকে নাইজেরিয়ার সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের ভৌগলিক অখণ্ডতা বজায় রেখে উগপন্থিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে এতে তারা সমর্থন জানাবে। এছাড়া নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন।

২০ কোটি মানুষের দেশ নাইজেরিয়ার এক পাশে মুসলিম, অন্য পাশে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বাস করে।

সূত্র: রয়টার্স