গাজায় টিকাদান কর্মসূচি শুরু জাতিসংঘের, লক্ষ্য ৪৪ হাজার শিশু

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১১:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতিসংঘ। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক এক সংবাদসম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বৃহত্তম এই বৈশ্বিক সংস্থার মুখপাত্র ফারহান হক।

সংবাদ সম্মেলনে ফারহান হক বলেন, “যুদ্ধের কারণে গত দু’বছর গাজায় পূর্ণমাত্রায় টিকাদান কর্মসূচি পরিচালনা করা যায়নি। ফলে সেখানে অনেক শিশু টিকা পায়নি। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী, টিকাবঞ্চিত এসব শিশুর সংখ্যা অন্তত ৪৪ হাজার। এই শিশুদের টিকার আওতায় আনতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

ফারহান জানান, জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক অঙ্গসংস্থা ইউনিসেফ, ফিলিস্তিনিদের সহায়তা বিষয়ক অঙ্গসংস্থা আনরোয়া এবং বৈশ্বিক স্বাস্থ্য নিরপত্তা বিষয়ক অঙ্গসংস্থা ডব্লিউএইচও’র তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে এই টিকাদান কর্মসূচি।

বিজ্ঞাপন

গাজার এই শিশুদের ডিপথেরিয়া, যক্ষা, হুপিং কাশি, হেপাটাইটিস বি, পোলিও, নিউমোনিয়া, হাম, মাম্পস এবং রুবেলা টিকার ডোজ দেওয়া হবে। গাজার ১৫০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ১০টি মোবাইল ক্লিনিকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১৫০ জন চিকিৎসক এবং ৪৫০ জনেরও অধিক স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে পরিচালিত হবে এই কর্মসূচি।

টিকার ডোজ, সিরিঞ্জ এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ইতোমধ্যে গাজায় পৌঁছে গেছে বলেও গতকালের সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন ফারহান হক।


আমার বার্তা/জেএইচ