পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বুলগেরিয়ার কৃষ্ণসাগরীয় শহর বুরগাসের কাছে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন অভিবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়িচালকসহ আরও চার জন আহত হয়েছেন বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

নিরাপত্তা বাহিনী জানায়, রোমানিয়ার নম্বরপ্লেটযুক্ত একটি ভ্যান থামাতে গেলে চালক পুলিশের নির্দেশ অমান্য করেন। তিনি বারবার সিগন্যাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে গাড়িটিকে আটকাতে রাস্তায় স্পাইক স্ট্রিপ বিছিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। চালক সেটি এড়িয়ে যেতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। আহতদের সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশের দাবি, গাড়িতে ৯ জন অবৈধ অভিবাসী ছিল। প্রাথমিকভাবে তাদেরকে আফগানিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।


আমার বার্তা/জেএইচ