বিহারে এনডিএ’র বড় জয়, মোদির লক্ষ্য পশ্চিমবঙ্গ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল ভোটে জয় পেয়েছে। ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিহারের এই বিজয়ই আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে অনুকূল পরিস্থিতি তৈরি করবে।

২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভায় ভোটগ্রহণ হয় দুই দফায়—৬ নভেম্বর প্রথম দফায় ১২১টি আসনে এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২টি আসনে। প্রথম দফায় ৬৫ শতাংশের বেশি এবং দ্বিতীয় দফায় ৬৮ শতাংশের বেশি ভোট পড়ে। সব মিলিয়ে ভোটের হার দাঁড়ায় প্রায় ৬৭ শতাংশ। এরপর শুক্রবার সকাল থেকে ভোটগণনা শুরু হয়ে রাতে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।

এবারের নির্বাচনে মুখোমুখি ছিল এনডিএ এবং কংগ্রেস–আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন। ঘোষিত ফলে দেখা যায়, ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে এনডিএ প্রার্থীরা জয়ী হয়েছেন, যেখানে মহাগঠবন্ধন পেয়েছে ৩৫টি আসন।

এনডিএর বড় শরিক বিজেপি ৮৯টি এবং নীতিশ কুমারের জেডিইউ ৮৫টি আসনে জয় লাভ করে। লোক জনশক্তি পার্টি ১৯টি এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা ৫টি আসন দখল করেছে। আলোচিত প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি একটিও আসন পায়নি। বিপরীতে মিম ৫টি আসন জিতে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে।

বিজয় বার্তায় মোদি বলেন, কিছু দল সংখ্যালঘু তোষণের রাজনীতি করলেও বিহারের নারী ও তরুণ ভোটাররা এনডিএকে এগিয়ে নিয়েছে। তিনি আরও দাবি করেন, বিহারের এই জয় পশ্চিমবঙ্গে বিজেপির জন্য শুভ ইঙ্গিত বহন করছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, বিহার ইতোমধ্যেই বাংলায় বিজেপির বিজয়ের পথ তৈরি করে দিয়েছে এবং জনগণের সঙ্গে মিলিতভাবে ‘জঙ্গলরাজ’ দূর করা হবে।

সূত্র: এনডিটিভি