উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:২৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে। হাজারো মানুষ সড়কে নামলে একপর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং মুখোশধারী একদল বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা করে।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রাসাদের সামনে সরকারবিরোধী আন্দোলনের সময় ‘ব্ল্যাক ব্লক’ নামে পরিচিত মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে।

স্বাধীনতার প্রতীক অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স থেকে কনস্টিটিউশন স্কোয়ার পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের মধ্যেই হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মুখোশধারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে পাথর ছোড়া শুরু করলে পুলিশও পাল্টা মোকাবিলা করে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—বিক্ষোভকারীরা পুলিশকে আঘাত করছেন, অন্যদিকে মাটিতে পড়ে থাকা একজনকে পুলিশ লাথিও মারছে।

প্রায় এক ঘণ্টার সংঘর্ষ শেষে পুলিশ টিয়ারের শেল ছেড়ে স্কোয়ার এলাকা খালি করে, জানিয়েছে স্থানীয় পত্রিকা লা হর্নাদা।

বিক্ষোভকারীদের অভিযোগ—দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সহিংস অপরাধে দায়মুক্তির বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন। অনেকেই ক্ষমতাসীন মোরেনা পার্টির বিরুদ্ধেও স্লোগান দেন।

সহিংসতার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, “যদি কেউ বিরোধিতা করেন, তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে হবে। পরিবর্তনের পথ হিসেবে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও দাবি করেন, এ বিক্ষোভ ‘ডানপন্থী গোষ্ঠীর সমন্বয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বট ও ভুয়া অ্যাকাউন্ট’ দ্বারা উসকানি দেওয়া হয়েছে।


আমার বার্তা/জেএইচ