যুক্তরাষ্ট্রে বাতিল হচ্ছে মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী মর্যাদা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

যুক্তরাষ্ট্রে বসবাসকারী মিয়ানমারের নাগরিকদের জন্য অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আজ মঙ্গলবার মিয়ানমারের জন্য এ টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস মর্যাদা শেষ হওয়ার কথা রয়েছে।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। ফেডারেল রেজিস্টারে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি পর্যালোচনা ও যথাযথ মার্কিন সরকারি সংস্থার সঙ্গে পরামর্শের পর মন্ত্রী (স্বরাষ্ট্র নিরাপত্তা) সিদ্ধান্ত নিয়েছেন মিয়ানমার আর টিপিএসের শর্ত পূরণ করছে না। আগামী দুই মাসের মধ্যে এ পদবি বাতিল কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের ধারণা, বর্তমানে টিপিএস মর্যাদার অধীনে মিয়ানমারের ৪ হাজার নাগরিক যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ট্রাম্পের ডেমোক্রেটিক পূর্বসূরি জো বাইডেনের প্রশাসনের অধীনে ২০২৪ সালের ২৬ মে চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত মিয়ানমারের টিপিএস মর্যাদা ১৮ মাসের জন্য বাড়ানো হয়েছিল। 

রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর অভিবাসন কঠোর করতে নানা পদক্ষেপ নেন। এরই মধ্যে তিনি বেশ কয়েকটি দেশের নাগরিকের টিপিএস বাতিল করেছেন। সেসঙ্গে নথিপত্রহীন অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রজুড়ে অভিযানের অনুমোদন দিয়েছেন। এতে আটক হন লাখ লাখ মানুষ। তাদের মধ্যে এমন অনেক আছেন, যারা বছরের পর বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। শত শত অভিবাসীকে তাঁর নিজ দেশে অপমানজনকভাবে ফেরত পাঠিয়েছেন।

গত সপ্তাহে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অভিবাসনবিরোধী অভিযান আগে থেকে চললেও এক মাসের বেশি সময় ধরে মার্কিন সরকারের অচলাবস্থা বা শাটডাউন চলাকালে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের কারাগারে ৬৫ হাজারের বেশি অভিবাসী রয়েছেন। এটি দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

আমার বার্তা/এর/এমই