
মিয়ানমারে সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে ৩.৭ মাত্রার একটি মৃদু ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই ভূমিকম্পের এ খবর দিয়েছে।
ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সামাজিক মাধ্যমে এক্স-এ দেয়া এক পোস্টে এনসিএস জানিয়েছে, রাত ২টা ২১ মিনিটে (মিয়ানমারের স্থানীয় সময়) এ ভূমিকম্প আঘাত হানে।
এএনআই বলছে, এর আগে সোমবার একই অঞ্চলে ৩.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেছে যে মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রাম, রাঙামাটিতেও অনুভূত হয়েছে। তবে এমন দাবির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
আমার বার্তা/এল/এমই

